ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,কুমিল্লা প্রতিনিধি,০৪ মে : ইংরেজি ও গণিতে খারাপ করার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ভয়াবহ ফল বিপর্যয় হয়েছে। ফল বিপর্যয়ের পর পাশের হার দাড়িয়েছে ৫৯ দশমিক শূন্য তিন। এক লাখ ৮২ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে এক লাখ ৮ হাজার ১শ ১১ জন। ফেল করেছে ৭৪ হাজার ৮ শ ৮৮ জন। শুধু গণিতে ফেল করেছে ৩৪ হাজার ৬৮৯ জন। আর ইংরেজিতে ফেল করেছে ২৫ হাজার ৬০৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৪ শ ৫০ জন। দুটি স্কুল থেকে কেউ পাশ করে নি। এগুলো হলো চৌদ্দগ্রামের কাজী জাফর গালর্স হাই স্কুল ও পায়ের খোলা স্কুল।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নম্বর প্রদান নির্দেশিকা অনুযায়ি এবার সব পরীক্ষক একইভাবে খাতা মূল্যায়ণের কারণে ফলাফলের এই চিত্র বের হয়েছে।