ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৪ মে : এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে গত কয়েক বছরের মতো এবারও শীর্ষে অবস্থান করছে রাজশাহী বোর্ড। অপর দিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে যথারীতি সেরা ঢাকা বোর্ড। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এবার দশ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। এরমধ্যে আট বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসিতে পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ।
ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে, রাজশাহী বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ। এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৯৫ দশমিক ৭০ শতাংশ।
৫৯ দশমিক ০৩ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে কুমিল্লা বোর্ড।
আট বোর্ডের মধ্যে এবার ঢাকায় পাসের হার ৮৬ দশমিক ৩৯, বরিশালে ৭৭ দশমিক ২৪, যশোর বোর্ডে ৮০ দশমিক ০৪, চট্টগ্রাম বোর্ডে দশমিক ৮৩ দশমিক ৯৯, সিলেট বোর্ডে ৮০ দশমিক ২৬ ও দিনাজপুর বোর্ডে ৮৩ দশমিক ৯৮ শতাংশ।
আট বোর্ডের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৪৯ হাজার ৪৮১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪০ হাজার ৮৩৩ জন।
এছাড়া রাজশাহী বোর্ডে ১৭ হাজার ৩৪৯, কুমিল্লা বোর্ডে ৪ হাজার ৪৫০, যশোর বোর্ডে ৬ হাজার ৪৬০, চট্টগ্রাম বোর্ডে ৮ হাজার ৩৪৪, বরিশাল বোর্ডে ২ হাজার ২৮৮, সিলেট বোর্ডে ২ হাজার ৬৬৩ ও দিনাজপুর বোর্ডে ৬ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।