ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৩ এপ্রিল : বন্যায় হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৩০ হাজার পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি চাল ও ৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার। ১০০ দিন পর্যন্ত এ সহায়তা দেয়া হবে।
আজ রবিবার সচিবালয়ে হাওরের বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের এ তথ্য জানান।
এ ছাড়া ওই এলাকায় ১০ টাকা মূল্যে চাল ও ওএসএসের চাল বিক্রি অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বন্যাকবলিত ৪ জেলার জন্য ১০০ দিনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এই সময়ে ৩ লাখ ৩০ হাজার পরিবারকে ৩৩-৩৫ লাখ মেট্রিক টন চাল ও ৫০ কোটি টাকা ত্রাণ দেয়া হবে। তবে এই সময়ে পরিস্থিতি স্বাভাবিক না হলে যতদিন পানি থাকবে ততদিন তাদের সহায়তা দেয়া হবে।
দেশে কোনো খাদ্য সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি ত্রাণ না নিতে চায় তাহলে তাদের ১০ টাকা মূল্যে চাল দেয়া হবে।