সিরাজগঞ্জে বাসচাপায় দুই সহোদরসহ নিহত ৩

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১০ এপ্রিল : সিরাজগঞ্জ সদর উপজেলায় বাসের চাপায় দুই সহোদরসহ তিন অটোরিকশা-যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামের হবিবুর রহমানের দুই ছেলে বেলাল হোসেন, আব্দুস সোবহান ও একই গ্রামের মাহাম উদ্দিনের ছেলে আল-আমিন। সদর থানার এসআই জয়দেব কুমার জানান, সোমবার সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি  বলেন, সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই আল-আমিন মারা যান। গুরুতর আহত বেলাল ও সোবহানকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তারাও মারা যান বলে তিনি জানান। হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহম্মেদ জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত অটোরিকশা জব্দ করলেও বাস চালককে আটক করতে পারেনি।