বরুড়া শ্রেণিক সংকটের কারণে খোলা আকাশের নীচে পাঠদান

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,হালিম সৈকত,১৯ মার্চ : কুমিল্লার বরুড়া উপজেলার  শিলমুড়ী রাজ রাজেস্বরী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিক সংকটের কারণে খোলা আকাশের নীচে চলছে পাঠদান কার্যক্রম। সরেজমিনে গিয়ে জানা গেছে, ১৯৬৪ সালে এলাকার জনসাধারনের শিক্ষা লাভের সুবিধাার্থে হাজী আব্দুল ওহাব মজুমদার নিজ উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রায় এক একর ৩৬ শতক জায়গার উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন পর ১৯৯৬ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে দ্বিতল বিশিষ্ট একটি ভবণের প্রথম তলা  নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০০১ সালে ভবনটির ২য় তলার কাজ সম্পন্ন করা হয়। বর্তমানে এ বিদ্যালয়ে প্রায় ৮০০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। এ দিকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা ফি বছর বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয় কর্তৃপ নিজস্ব অর্থায়নে ওই ভবনের তৃতীয় তলায় টিনশেডের একটি শ্রেণিক নির্মাণ করা হয়। এতেও ছাত্র-ছাত্রীদের পাঠদানের স্থান সংকুলন না হওয়ায় বাধ্য হয়ে বিদ্যালয় আঙ্গিনায় খোলা আকাশের নীচে পাঠদান করাতে হচ্ছে। গ্রীষ্মেরে তাপদাহ কিংবা স্বল্প বৃষ্টি হলে ওই দিনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে। ভুক্তভোগী ছাত্র-ছাত্রীরা জানায় শ্রেনী কক্ষ সংকটের কারণে তিন জনের টেবিলে গাদাগাদি করে ৫ জনকে বসতে হয়। সবমিলে বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক আলহাজ্ব এ একে এম আবুল কালাম আজাদ বলেন, শ্রেণি কক্ষ সংকট নিরসনে নতুন ভবণ নির্মাণের জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়ে শুধু আশ্বাসের বাণী পেয়েছেন। শ্রেনীকক্ষ সংকট ছাড়া বিজ্ঞানাগারের ব্যবহারিক যন্ত্রপাতির সংকট রয়েছে। এহেন সংকট থেকে পরিত্রান পাওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।