ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৭ মার্চ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার সকাল ৭টায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।
প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণের পরপরই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ঢল নামে ধানমন্ডির ৩২ নম্বরে।
ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, জনতা ব্যাংক লিমিটেড, বঙ্গবন্ধু পরিষদসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসেছেন।
এ সময় নেতাকর্মীরা সঙ্গে ফুল, কেক নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী বের হলে তারা একযোগে ধানমন্ডির ৩২ নম্বরে প্রবেশ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।