ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১২ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রায় এক মাস আগে আজ রবিবার বাংলাদেশ নৌবাহিনীতে দু’টি চাইনিজ সাবমেরিন যুক্ত হবে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ত্রিমাত্রিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়াও সমুদ্রসীমানায় শত্রুবাহিনীর ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি আঘাত করার সক্ষমতাও অর্জন করবে সশস্ত্র বাহিনী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রগুলো শনিবার জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চট্টগ্রাম নেভাল একাডেমির জেটি সংলগ্ন এলাকায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে চীন থেকে কেনা দু’টি সাবমেরিনের কমিশনিং অনুষ্ঠিত হবে।’
এই উপলক্ষে চট্টগ্রাম নেভাল একাডেমির জেটিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত নভেম্বরে চীনের দালিয়ান প্রদেশের লিয়াওনান শিপইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের নিকট ‘নবযাত্রা’ এবং ‘জয়যাত্রা’ নামে বাংলাদেশের প্রথম সাবমেরিন দু’টি হস্তান্তর করেন রিয়ার এডমিরাল লিউ জিঝু (Liu Zizhu)। এ সময় চীনা এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাবমেরিন হস্তান্তর অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ বলেন, ‘দু’টি সাবমেরিন সংযুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক শক্তি হিসাবে যাত্রা শুরু করলো।’
তখন আইএসপিআর থেকে জানানো হয়েছিল, চীন থেকে কেনা ০৩৫ জি ক্লাসের এ দুটি সাবমেরিনে থাকছে নানা সুবিধা। শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনে আক্রমণ করার সক্ষমতা রয়েছে টর্পেডো ও মাইন দিয়ে সু-সজ্জিত এই সাবমেরিনগুলোর। এগুলো ডিজেল ইলেক্ট্রিক সাবমেরিন। যার প্রতিটির দৈর্ঘ্য ৭৬ মিটার এবং প্রস্থে ৭.৬ মিটার।