প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে স্থানীয় পর্যায়ে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৮ ফেব্রুয়ারি : “জাগ্রত বিবেক,  দুর্জয় তারুণ্য- দুর্নীতি রুখবেই” প্রাথমিক  শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং মানোন্নয়নে স্থানীয় পর্যায়ে করণীয় শীর্ষক প্রধান শিক্ষক ও এসএমসি সভাপতিদের সমন্বয় সভা অনুষ্ঠিত। ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা  প্রাথমিক শিক্ষা অফিস ও সচেতন নাগরিক কমিটি  (সনাক) রাজবাড়ীর আয়োজনে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে সমন্বয় সভার উদ্বোধন করেন  জেলা প্রশাসক  জিনাত আরা। সংক্কর চন্দ্র সিনহা সভাপতিত্বে , অতিরিক্ত জেলা প্রশাসক আসরাফ হোসেন , জেমস্  হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার   মোঃ আলমগীর হোসেন প্রমুখ। এসময় টিআইবি প্রাগাম ম্যানেজার মোঃ আতিক, এরিয়া ম্যানেজার মোঃ তাহের সহ টি আই বির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় ৩৬ জন প্রধান শিক্ষক ও  ৩৭ জন ম্যানেজিং কমিটির  সভাপতি  অংশগ্রহণ করেন।