ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মোঃ ইসমাইল হোসেন,২৫ ফেব্রুয়ারি : কুমিল্লা মেঘনা উপজেলায় আজ মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয়ে যারিফ আলী স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান করেন, এম পি মেজর জেনারেল (অব:) সুুবিদ আলী ভূইয়া। সভাপতিত্ব করেন,বেগম মাহমুদা ভূইয়া। মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে মেজর জেনারেল (অব:) সুুবিদ আলী ভূইয়া একাডেমী ফাউন্ডেশান। বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রীরা মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয়ে যারিফ আলী স্মৃতি বৃত্তি গ্রহন করে। মেসার্স ফয়সাল এন্টার প্রাইজ এর মালিক মোঃ জাহাঙ্গীর আলম এর ছেলে এস এম ফাহিম আহাম্মেদকে এমপি মহোদয়ের হাত হইতে বৃত্তি গ্রহন করতে দেখা যায়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম উপস্থিত ছিলেন।