ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বিনোদন প্রতিনিধি,২২ ফেব্রুয়ারি : তথ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কারণে প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে যৌথ প্রযোজনায় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিটি। ফলে ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছে। তবে এরই মধ্যে ছবিটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানান আসছে বৈশাখেই মুক্তি পাবে ‘ডুব’। একটি বেসরকারি টিভি চ্যানেলে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “যত জটিলতাই থাক না কেন, আগামী পহেলা বৈশাখই কলকাতা-বাংলাদেশে মুক্তি দেয়া হবে ‘ডুব’। আগামী বৈশাখ পালন হবে ‘ডুব’র মাধ্যমে।”
আবদুল আজিজ আরও বলেন, ‘ডুব’ নিয়ে এত বিতর্কে পড়তে হবে জানলে ছবিটি বানাতাম না। শুটিং শুরুর আগেই আমরা এর স্ক্রিপ্ট সেন্সরকে দেখিয়েছিলাম। তখন কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন হচ্ছে। আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে।
এদিকে ছবির নির্মাতা ফারুকী জানান, ‘ডুব’র সেন্সর এবং মুক্তি কেন স্থগিত করা হয়েছে সে বিষয়ে জানতে চেয়ে তথ্য মন্ত্রণালয়ে চিঠি দেব। আশা করছি শিগগিরই সব ঝামেলা মিটে যাবে।
প্রসঙ্গত, ‘ডুব’ ছবিটি কিংবদন্তি লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জীবনের কিছু সেনসিটিভ বিষয় নিয়ে নির্মিত হয়েছে বলে চাউর হয়েছে। হুমায়ূন আহমেদের পরিবারের অনুমতি ছাড়াই তার জীবনী নিয়ে ছবি নির্মাণ করায় আপত্তি তুলেছেন হুমায়ূনপত্নী। এ নিয়ে চলছে অনেক তর্ক-বিতর্ক।