ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,এস এম সালাহ উদ্দিন,কুমিল্লা প্রতিনিধি,১৫ জানুয়ারি : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন ধর্মপুরে একটি ছাত্রাবাস থেকে ২টি থ্রি-নট থ্রি রাইফেল, ৩টি এলজি বন্ধুক, ৪রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব।শনিবার গভীর রাত থেকে রোববার দুপুর পর্যন্ত র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর এক অভিযানে এসকল অস্ত্র উদ্ধার ও ৭ ডাকাতকে আটক করা হয়। র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান,গোপন সংবাদে জানাযায় কুমিল্লা নগরীর ধর্মপুরের জনৈক সেলিম আহম্মেদের মালিকানাধীন ‘অপরাজিতা’ নামের একটি মেসে থেকে একটি ডাকাত দল বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো।
তিনি আরো জানান, গোপন সূত্রে খবর আসে, কুমিল্লা শহরের যে কোন স্থানে অথবা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর যে কোন স্থানে গাড়ী থামিয়ে যে কোন সময় ডাকাতির জন্য ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিতে বিপুল পরিমান অস্ত্রসহ সমবেত হয়েছে। গোপন সংবাদে এ তথ্য পেয়ে শনিবার রাত ১০টার দিকে ওই এলাকা ঘেরাও করে র্যাব। র্যাব সদস্যরা এ সময় ধর্মপুর কলেজ রোড হাউজিং মৃত মুসলেম মিয়ার ছেলে মোঃ সালাহ উদ্দিন কালা (২৮), মোঃ আব্দুল মতিনের ছেলে মোঃ মামুন(২৫), মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ আব্দুর রহিম বাবু (২০), দৌলতপুর মধ্যপাড়া (কাজী বাড়ী)এর মোঃ সেলিমের ছেলে মোঃ ফজলে রাব্বি (২০), ধর্মপুরের শাহ আলাম মেম্বারের বাড়ীর পিছনের মোঃ রফিক মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন(২৭), ধর্মপুরের ছারু মিয়ার ছেলে মো: নাহিদ (২২), মেহের আলীর ছেলে ছাব্বির আহম্মদ (২৭)কে গ্রেফতার করে।
এ সময় তাদের দেয়া তথ্যমতে একাধিক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্রও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২টি বিদেশী .৩০৩ রাইফেল, ৩টি একনলা বিদেশী বন্দুক, ১ টি পিস্তলের ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের তাজাঁ গুলি, ১ টি কার্তুজের খালি খোসা এবং একটি দেশীয় তৈরী রামদা।
র্যাবের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা ডাকাতির জন্য ঐ ঘটনাস্থলে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এবং এর আগেও অস্ত্রগুলি ব্যবহার করে তারা একাধিক দস্যুতা ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড সংঘঠিত করেছে। তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় একাধিক গুরুতর অভিযোগসহ একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।