দূর্গা চরিত্রের প্রেমে পড়ে রাজি হই: তানিন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বিনোদন প্রতিনিধি,১২ জানুয়ারি : সম্প্রতি মিজানুর রহমান শামীম পরিচালিত ‘দাদা গুরু দূর্গা দেবী’ শিরোনামের নতুন ছবির কিছু অংশের কাজ শেষ করলেন তানিন সুবহা। গেল ৬ই জানুয়ারী থেকে ১০ই জানুয়ারী পর্যন্ত টাংগাইলের সাগরদিঘীর বিভিন্ন লোকেশনে শুটিংয়ের কাজ শেষ করেন তানিন। এতে দাদা চরিত্রে তানিন সুবহার বিপরীতে অভিনয় করেন মাসুম পারভেজ রুবেল।

গল্প ও ছবির বিভিন্ন দিক নিয়ে তানিন বলেন, ‘মিজান ভাই যখন আমাকে গল্পটা শুনান তখন আমি দূর্গা চরিত্রের প্রেমে পরে কাজটি করতে রাজি হয়ে যাই। আমি নিজের ভিতরে ভিতরে দূর্গাকে ধারন করতে থাকি। মিজান ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ, এখানে মেথর কন্যা দূর্গার এ্যাকশনধর্মী কাজ করছি আমার জন্য এটা চ্যালেঞ্জিং একটা কাজ।

গ্রামের শীতের সকালে উঠে টমেকাপ আর শুটিং করতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। এই ছবিতে মেথর কন্যা দূর্গাকে ভালোবাসে মহল্লার প্রভাবশালী আহমেদ শরিফের ছেলে। আর ভালোবাসাকে কেন্দ্র করে ছবির গল্প চলতে থাকে।’

বর্তমানে জাকির হোসেন রাজু’র ‘ভালো থেকো’, গাজী জাহাঙ্গীর ‘প্রেমের বাঁধন’, ইমদাদুল হক খানের ‘মন নিয়ে লুকোচুরি’, এ. আর মুকুল নেত্রবাদীর ‘দেমাগ’ চলচ্চিত্র নিয়ে চিত্রনায়িকা তানিন সুবহা ব্যস্ততা সময় পার করছেন।

দর্শকদের উদ্দেশ্য করে এই মিষ্টি মেয়ে আরো বলেন, ‘আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্রে ভালো কাজ উপহার দিয়ে বেঁচে থাকতে চাই।’