দাউদকান্দিতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১১ জানুয়ারি : দাউদকান্দিতে ‘সৃষ্টি’ ও সেতুবন্ধন’র যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় । ১১ জানুয়ারি বুধবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন গ্রামসমূহে ১ হাজার ৫’শ পিস শীতবস্ত্র বিতরণ করে ‘সৃষ্টি’ সাহিত্য, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠন এবং   দাউদকান্দি সেতুবন্ধনের সদস্যরা।
প্রথমে উপজেলার গৌরীপুরের মুক্তি মেডিকেল সেন্টার প্রাঙ্গণ হতে শুরু হয় শীতবস্ত্র বিতরণ। পরে দাউদকান্দির বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে দুস্থদের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করে, ‘সৃষ্টি’র সভাপতি মো.আলী আশরাফ খান, সেতুবন্ধনের সভাপতি ডাঃ মোঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম, ‘সৃষ্টি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাহআলম সরকার, শিক্ষা সম্পাদক মোস্তফা কামাল, সেতুবন্ধনের সদস্যা, মোঃ রাজিব হোসেন ও ব্যবসায়ী কাজল হোসেন প্রমুখ।