শাকিব-মাহির ‘নকল স্বামী’

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বিনোদন প্রতিনিধি,০৬ জানুয়ারী : আবারও নতুন চলচ্চিত্র শুরু করছেন পরিচালক রাজু চৌধুরী। ছবিতে অভিনয় করছেন নায়ক শাকিব খান। তাঁর বিপরীতে অভিনয়ের জন্য মাহিকে চূড়ান্ত করার কথা চলছে। আগামী মার্চ থেকে ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন পরিচালক।

রাজু চৌধুরী বলেন, গত কোরবানি ঈদে আমি ‘শুটার’ ছবিটি দর্শককে উপহার দিয়েছি। ভালো সাড়া পেয়েছি। প্রযোজক তাঁর লগ্নিকৃত অর্থ ফেরত পেয়েছেন, বেশ কিছু টাকা লাভও করেছেন। এবার আমি নতুন ছবি নির্মাণে হাত দেব। আগামী মার্চ থেকে ছবির শুটিং শুরু করব আশা করছি।

ছবির নাম ও শিল্পীর বিষয়ে রাজু বলেন, গত বছরই আমি ‘নকল স্বামী’ নামের একটি ছবি তৈরি করব, এ বিষয়টি চূড়ান্ত করেছিলাম। শাকিব খানের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁর বিপরীতে আমি অপু বিশ্বাসকে প্রথম চিন্তা করি। এখন যেহেতু তিনি চলচ্চিত্র থেকে দূরে আছেন, তাই অন্য কাউকে নিয়ে শুরু করব। এরই মধ্যে মাহির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। কয়েক দিনের মধ্যে মাহির সঙ্গে বিষয়টা চূড়ান্ত করব।

সামাজিক প্রেক্ষাপটের আলোকেই ছবিটি নির্মিত হচ্ছে জানিয়ে পরিচালক রাজু বলেন, ‘আশা করি, দর্শক এই ছবিতে ভিন্নতা পাবে। শাকিব খানের ছবি মানেই বড় বাজেটের ছবি। এ কারণে এই ছবিটি আমি কোনো উৎসবে মুক্তি দিতে চাই।’

‘নকল স্বামী’ ছবির চিত্রনাট্য লিখেছেন কাশেম আলী দুলাল। গত কোরবানির ঈদে মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘শুটার’। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।

শাকিব খান-মাহি জুটি এর আগে অভিনয় করেছেন পিএ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ ছবিতে। এর পর আর জুটি বেঁধে কাজ করতে দেখা যায়নি এই জুটিকে।