(রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সার)
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রংপুর বিশেষ প্রতিনিধি,রোববার ১৬ মার্চ ২০২৫ || চৈত্র ৩ ১৪৩১ :
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি স্মারক জারি করা হয়।
এতে বলা হয়, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে রোববার (১৬ মার্চ) পুলিশ সদর দপ্তরর রিপোর্ট করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ মার্চ পুলিশ কর্মকর্তা শিবলী কায়সার এবং ব্যবসায়ী অমিত বণিকের বিরুদ্ধে চাঁদার বিনিময়ে হত্যাচেষ্টা মামলা থেকে আওয়ামী লীগ নেত্রী লিপি খানের নাম বাদ দেয়ার বিষয়ে একটি অভিযোগ আসে। অভিযোগে একটি অডিও ক্লিপ সংযুক্ত করা হয়। সেখানে ব্যবসায়ী অমিত বণিক ও লিপি খানের কথোপকথন শোনা যায়। অমিত বণিককে বলতে শোনা যায় উপ-পুলিশ কমিশনার শিবলী কায়সারকে ১০ লাখ টাকা দিলে লিপি খানের নামে মামলা থাকবে না।
সূত্র আরও জানায়, পরে ১৩ মার্চ এ ঘটনায় আসামি লিপি খানের ম্যানেজার পলাশ খান কোতয়ালী থানায় ওই পুলিশ কর্মকর্তা ও ব্যবসায়ীর অমিতের নামে চাঁদাবাজির মামলার করতে যায়। এ সময় পুলিশ কর্মকর্তা পলাশকে গুলির চেষ্টা ও নিজের নাম বাদ দিতে বাধ্য করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি এবং সদর দপ্তরে গোপন প্রতিবেদন জমা দেয়া হয়।
Advertisement
তদন্ত সূত্রগুলো জানায়, শিবলী কায়সারের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে বলা হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার (১৩মার্চ) বিকেলে শিবলী কায়সারকে উপ-পুলিশ কমিশনার (অপরাধ) থেকে বদলি করে উপ-পুলিশ কমিশনার (ডিবি) পদে সংযুক্ত করা হয়।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, থানার ঘটনার সাধারণ ডায়েরি হেডকোয়ার্টার্সে পাঠানো হয়েছে। এরপর তাকে হেড কোয়ার্টার্সে রিপোর্ট করতে বলা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি সদর দপ্তর বলতে পারবে।
Advertisement
তিনি আরও জানান, লিপি খানকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলা ছাড়াও নিজের নাম মামলা থেকে বাদ দিতে অর্থ লেনদেনের যোগসাজশের অভিযোগ রয়েছে।
(রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সার)