ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), রাজনীতি প্রতিনিধি,শনিবার ১৫ মার্চ ২০২৫ || চৈত্র ১ ১৪৩১ :
রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর আমির বলেন, রাজনীতিবিদদের সমালোচনা করতে বাধা নেই। তবে সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ।
Advertisement
একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুর কথা তুলে ধরে তিনি বলেন, গোটা জাতির মুখকে ছিন্নভিন্ন করে চেলে গেছে আছিয়া। আছিয়ার চেয়ে আরও ভয়াবহ ও নির্মম ঘটনা ঘটলেও তা সামনে আসে না। এসব অপকর্মের সঙ্গে জড়িতরা গণমাধ্যমের সুবিধাভোগীদের সঙ্গে আঁতাত করে আড়ালে থেকে যায় বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি