শটগান নিয়ে প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতার মহড়া (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুর প্রতিনিধি,শুক্রবার   ১৪ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৯ ১৪৩১ :

গাজীপুরে রাশেদুজ্জামান মাসুম নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার সঙ্গে হারুন অর রশিদ নামে এক ব্যক্তির জমিসংক্রান্ত বিরোধ চলছে। বিরোধপূর্ণ ওই জমি মাপামাপি করার সময় শটগান নিয়ে প্রকাশ্যে মহড়া দেন মাসুম। এক পর্যায়ে প্রতিপক্ষকে গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়ারও হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

Advertisement

শনিবার সকালে গাজীপুর মহানগর সদর থানার দেশিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার সকালে হারুন অর রশিদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য। এবারের কমিটিতে তিনি সভাপতি পদপ্রার্থী। মাসুম এলাকায় বেশ প্রভাবশালী।

Advertisement

তিনি বলেন, ২০১৯ সালে গাজীপুর সদরের সহকারী কমিশন (ভূমি) অফিসে বিবিধ মিস মোকাদ্দমা দায়ের করি। এতে আমাদের পক্ষে রায়ও হয়। শনিবার সকালে আমি এবং আমার পরিবারের লোকজন সার্ভেয়ার দিয়ে ওই জমি মেপে সীমানা নির্ধারণ করতে গেলে মাসুম সশস্ত্র অবস্থায় বাধা দেয়। এক পর্যায়ে মাসুম বলে, ‘খুটি তোল, নইলে গুলি করমু’। সে আমার বুকে-মাথায় শটগানের নল ধরে। এ সময় আমরা প্রতিবাদ করলে তারা আমাকে হত্যার হুমকি ও কিল-ঘুষি দেয়। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা অস্ত্র উঁচিয়ে আমাকে খুন কিংবা মামলায় জড়িয়ে জেল খাটানোর হুমকি দিয়ে আমাদের তাড়িয়ে দেয়।

এক ভিডিওতে দেখা যায় মাসুমকে উদ্দেশ্য করে প্রতিপক্ষের এক নারী বলছেন, ‘আমরা রেকর্ডমূলে জমির মালিক। তোমরা আমাদের জমিতে বাধা দেওয়ার কে?’ উত্তরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুম ওই নারীকে বলেন, ‘রেকর্ড ধুইয়া পানি খাও। আমাদের ১৩ পাহি জমির কোনো রেকর্ড নাই। এই জন্য আমাদের জমি ছুইটা যায় নাই।’

এ বিষয়ে জানতে চাইলে রাশেদুজ্জামান মাসুম বলেন, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি পৈত্রিক ওয়ারিশমূলে ওই জমির মালিক। তারা জমি জবরদখল করতে এসেছিল। এ সময় নিজের নিরাপত্তার জন্য গাড়ি থেকে লাইসেন্স করা ওই অস্ত্র হাতে নিয়ে সেখানে যাই।

রাশেদুজ্জামান মাসুম দাবি করেন, তার ১২ বোরের শটগানটির লাইসেন্স আছে। লাইসেন্সকৃত অস্ত্রটি হাতে নিয়েই তিনি সেখানে গিয়েছিলেন।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বলেন, মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডে কমিটি আছে। কমিটিতে রাশেদুজ্জামান মাসুম নামে কেউ নেই। তাকে আমি চিনিও না।

Advertisement

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করীম সমকালকে বলেন, এ ঘটনায় হারুন অর রশিদ একটি অভিযোগ দায়ের করেছেন। প্রদর্শন করা শটগানটি উদ্ধারের জন্য আমরা কাজ শুরু করেছি। অস্ত্রটির লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট বিভাগে সুপারিশ করা হবে।

ছবি- ভিডিও থেকে নেওয়া