নার্সকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক মালিক গ্রেপ্তার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মাদারীপুর  শিবচর প্রতিনিধি,শুক্রবার   ১৪ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৯ ১৪৩১ :

মাদারীপুর জেলার শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণ মামলায় শিবচর ইউনাইটেড হসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪০) গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ।

Advertisement

গতকাল বৃহস্পতিবার রাতে শিবচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আপেল মাহমুদ শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চানমিয়া শিকদারের ছেলে। তার বিরুদ্ধে ইতোপূর্বে শিশু ধর্ষণের মামলাও রয়েছে

Advertisement

শিবচর থানা সূত্রে জানা গেছে, শিবচর ইউনাইটেড হসপাতালে কর্মরত একজন নার্স গত কয়েকবছর ধরে সেখানে চাকরি করেন। চাকরিতে থাকা অবস্থায় ওই নার্স  সম্প্রতি শিবচর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে হসপাতালের মালিক আপেল মাহমুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। গত রাতে শিবচর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) রেনুকা আক্তার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার

Advertisement

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, ‘ধর্ষণ মামলার আসামি আপেল মাহমুদের নামে এর আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। সম্প্রতি তার প্রতিষ্ঠানে কর্মরত একজন নার্সকে ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’