ঢাকা: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্নোহোমিশ কাউন্টিতে একটি পার্টিতে বন্দুকধারীর হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
সিয়াটল নগরীর অদূরে মুকিলটেওয়ে এ হামলা চালানো হয়। পুলিশের বরাত দিয়ে শনিবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমটি জানায়, স্কুল বা কলেজের শিক্ষার্থীদের আয়োজিত ওই পার্টিতে হঠাৎ গুলি ছুড়তে শুরু করে বন্দুকধারী। এতে তিনজন নিহত ও একজন আহত হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
মুকিলটেও শহরটির অবস্থান ওয়াশিংটন রাজ্যের পশ্চিম উপকূলীয় বন্দর নগরী সিয়াটলের অদূরে।