ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,শুক্রবার ১৪ মার্চ ২০২৫ || ফাল্গুন ২৯ ১৪৩১ :
প্রথমে চাকরীর প্রলোভন এরপর ফাঁদে ফেলে আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করা। এমন একটি চক্রের সন্ধান পেয়েছে নগরীর ডবলমুরিং থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী এক তরুণী-সহ দুজনকে। আটক হয়েছে একজন। পুলিশ বলছে সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় নগরে।
গত ২ ফেব্রুয়ারি চাকরির কথা বলে এক তরুণীকে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন মিস্ত্রিপাড়ার একটি বাড়িতে নিয়ে আসে বেলাল নামে পূর্ব পরিচিত এক ব্যক্তি। এরপর এক সপ্তাহ ধরে সেখানে আটকে রেখে তাকে বাধ্য করা হয় অনৈতিক কাজে।
Advertisement
খবর পেয়ে মেয়েটির ভাই থানায় অভিযোগ করলে সেই বাড়িতে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ। সেখান থেকে মেয়েটিসহ উদ্ধার করা হয় আরো এক তরুণীকে। আটক করা হয় হাসান নামে অভিযুক্ত একজনকে।
Advertisement
পুলিশ কর্মকর্তা জানায়, এটি একটি সংঘবদ্ধ চক্র। যারা নারীদের চাকরি দেয়ার প্রলোভনসহ বিভিন্নভাবে ফাঁদে ফেলে বাধ্য করে অনৈতিক কাজে। এই ঘটনায় মূল অভিযুক্ত বেলাল হোসেন ছাড়াও চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।