নাটোরে আদালতে সাংবাদিকদের ওপর এসপির হামলা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), ময়মনসিংহ প্রতিনিধি,মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৬ ১৪৩১ :

স্ত্রীর দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হককে। কারাগারে নেয়ার সময় তার ভিডিও করতে গেলে তিনি গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করেন। এ সময় তার হাতকড়া পরানো ছিল না।

Advertisement

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে পুলিশ সুপার এসএম ফজলুল হক নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হলে শুনানি শেষে ট্রাইব্যুনাল জজ মুহাম্মদ আব্দুর রহিম জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসময় তার ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করে এসপি ফজলুল হক।

Advertisement

এ ঘটনায় আদালত চত্বরে থাকা উপস্থিত জনতা ক্ষিপ্ত হলে তাকে আবার ফজলুল হককে আবারও কোর্ট হাজতে নেয়া হয়। পরে সেনাবাহিনীর পাহারায় তাকে জেল হাজতে নেয়া হয়।

গত বছরের ২৮ অক্টোবর মেহনাজ আক্তার তার স্বামী পুলিশ সুপার ফজলুল হকের বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন,পরকীয়াসহ নানা অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

Advertisement

এরপর পুলিশ সুপার ফজলুল হককে সাময়িক বরখাস্ত করে মযমনসিংহ রেঞ্জে সংযুক্ত করা হয়। বাদীপক্ষের আইনজীবী মুশফিক হাসান জানান, পুলিশ সুপারের নির্যাতনে ২ কন্যা সন্তান নিয়ে মেহনাজ অসহায় জীবনযাপন করছেন। পুলিশ সুপার ফজলুল হকের বাড়ি নাটোর শহরের মোহনপুর এলাকায়। তার স্ত্রী মেহনাজের বাড়ি জেলা লালপুরে। তবে তিনি রাজশাহীতে বোনের বাসায় থাকেন।

(নাটোর আদালতে সাংবাদিকদের ওপর হামলা সাবেক এসপি ফজলুল হকের)