https://www.facebook.com/share/p/18R9BWMYjx/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পিরোজপুরের নাজিরপুর প্রতিনিধি,রোববার ০২ মার্চ ২০২৫ || ফাল্গুন ১৭ ১৪৩১ :
পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৬ নেতাকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
Advertisement
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন: উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়র উত্তর হোগলাবুনিয়া গ্রামের মৃত আজহার শেখের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান শেখ (৬৫), উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল ফকিরের ছেলে ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু ফকির (৫২), শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের মৃত মাস্টার মো. ইউনুস হাওলাদারের ছেলে ও চৌঠাইমহল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার হাওলাদার (৬০), একই ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের আবুল বাশারের ছেলে উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সভাপতি মো. নাইম হাওলাদার শেখমাটিয়া গ্রামের খালেক গাজীর ছেলে ও মো. কামরুজ্জামান গাজী (৫২) এবং দেউলবাড়ি দোবরা ইউনিয়নের মুনিরাবাদ গ্রামের খালেক মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম গাজী (৫০)।
Advertisement
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ বলেন, গ্রেফতাররা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
Advertisement
উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের গ্রেফতাররা আবুল বাশারের ছেলে উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সভাপতি মো. নাইম হাওলাদার বলেন, তার বাবা দীর্ঘ দিন ধরে অসুস্থ। প্রায় সারা দিনই ঘরে শুয়ে থাকেন। পুলিশ তাকে ডেকে নিয়ে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠান।

বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)