দেশের পরিস্থিতি খারাপ করার পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে: আসিফ মাহমুদ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজনীতি প্রতিনিধি,বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ১৩ ১৪৩১ :

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিদর্শন শেষে বিজয় সরণিতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

Advertisement

উপদেষ্টা বলেন, জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছে তা নিরসনে মাঠে আছে প্রশাসন। দেশের পরিস্থিতি খারাপ করার পেছনে রাজনৈতিক ইন্ধন আছে। দেশের পরিস্থিতি কে যদি কেউ বিঘ্নিত চেষ্টা করে সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই ছিনতাই হোক সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
 
 
আসিফ মাহমুদ আরও বলেন, গত ছয় মাসে বড় ধরনের অপরাধ কমেছে। একটি ঘটনা ভাইরাল হলে সবাই আতঙ্কিত হয়ে যায়।

Advertisement

গত একঘণ্টা ধরে রাজধানীর চেকপোস্টগুলো পরিদর্শন করেছি। সবখানে আইন ‍শৃঙ্খলাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। আশা করি জনমনে যে আতংক তৈরি হয়েছিল সেগুলো থেকে দ্রুত উত্তরণ করা সম্ভব হবে।
 
যে জায়গাগুলোতে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে সেই জায়গাগুলোতে টহল বাড়ানো হয়েছে বলে জানান উপদেষ্টা। অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
 

Advertisement

 

 
দেশে চাঁদাবাজির ঘটনায় রাজনৈতিক ইন্ধন রয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, একটি দলের নেতা মাইকে চাঁদাবাজির ঘোষণা দিয়েছে। এতে অন্যরাও উৎসাহিত হচ্ছে। পাশাপাশি দেশের পরিস্থিতি খারাপ করতে আওয়ামী লীগেরও ইন্ধন রয়েছে। দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপে দেশের পরিস্থিতি খারাপ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছে। দেশের পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা কোনোভাবে সহ্য করা হবে না বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা।
রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিদর্শন শেষে বিজয় সরণিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সময় সংবাদ