ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),জামালপুর প্রতিনিধি, বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫ || মাঘ ২৩ ১৪৩১ :
জামালপুরে অভিনেত্রী মেহের আফরোজা শাওনের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।
এছাড়া, জামালপুর শহরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতে ভেকু দিয়ে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সন্ধ্যায় শহরের বকুলতলা এলাকায় দুইতলা এই বাড়িতে ভেকু দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।
Advertisement
এদিকে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি থেকে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক চ্যানেল 24 কে এ তথ্য নিশ্চিত করেছেন।