মেঘনায় চন্দনপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা)থেকে,রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১:

কুমিল্লার মেঘনা উপজেলায় চন্দনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৩.ঘটিকায় চন্দনপুর মনির আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগীয় দায়িত্বপাপ্ত) সাংগঠনিক সম্পাদক জননেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তিনি বলেন, ‘মেঘনায় কোনো চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন, মাদক কারবারি, অন্যায়, দুর্নীতি বা টেন্ডারবাজি চলতে দেয়া হবে না। এছাড়া নারীদের উন্নয়নে ‘মেঘনা নারী ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করা হবে। যুবকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ও পাঠাগার গড়ে তোলা হবে।’ তিনি আরো জানান, বিএনপি ক্ষমতায় এলে চন্দনপুর ইউনিয়নে গড়ে তোলা হবে পর্যটনকেন্দ্র।

Advertisement

চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার। মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব আঃ অদুদ মুন্সি, সদস্য সচিব মোঃ আজহারুল হক (শাহিন), মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জনাব মোঃ শাহাব উদ্দিন, মোঃ আব্দুল মতিন, মোঃ জহিরুল ইসলাম, এ্যাড. কামরুজ্জামান, মোঃ শহিদুল্লাহ সরকার, এ্যাড. হাতেমুল আলম, মোঃ আব্দুল গাফফার, মোঃ সোহরাব হোসেন, মো. শাহজালাল, মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক জনাব মেজবাহ উদ্দিন বায়েজিদ, উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ আব্দুর রশিদ, বাংলাদেশ প্রেট্রোবাংলার সাবেক পরিচালক জনাব মোঃ আমিনুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা ছাএদলের যুগ্ম-আহবায়ক মোঃ আরিফুজ্জামান কানন, রুমা আক্তার, কেফায়েত উল্লাহ, মোহসীন ভূঁইয়া, মাসুল হক সরকারসহ আরো অনেক নেতাকর্মী।উপজেলার প্রতিটি ইউনিয়নের পাড়া-মহল্লা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা কর্মীসভায় অংশগ্রহণ করেন। কর্মী সভায় বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

Advertisement