পুলিশের দুর্বলতায় রাজধানীতে বেপরোয়া ছিনতাই চক্র (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১ :

হঠাৎ রাজধানীতে বেড়েছে ছিনতাই। এতে নিরাপত্তার নিশ্চয়তা চান আতঙ্কিত নগরবাসী। অপরাধ বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যূত্থানের পর বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হওয়ায় ঘটছে এসব ঘটনা। পরিস্থিতি মোকাবিলায় অভিযান জোরদার করার কথা জানিয়েছে পুলিশ।

Advertisement

মাঝে কিছুদিন কমলেও দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে আবারও। বিশেষ করে, ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, হাতিরঝিল ও শাজাহানপুরসহ কয়েকটি এলাকায় নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয়ের আতঙ্কের কথা জানাচ্ছিলেন এই শিক্ষার্থীরা। পুলিশী তৎপরতা অভাবকে দায়ী করছেন তারা।

গেলো ১৮ ডিসেম্বর রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন হাফেজ কামরুল হাসান। ছেলে হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তার বাবা।

Advertisement

পুলিশের তথ্য বলছে, গেলো আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের মামলা হয়েছে ৬৫টি। আরেক তথ্য অনুযায়ী, ৫ আগস্ট থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে ছিনতাই চক্রের হাতে প্রাণ হারিয়েছেন ৭ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম নাজমুস সাকিব বলেন, হঠাৎ সরকার পরিবর্তন ও পুলিশের দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধী চক্র। পরিস্থিতি মোকাবিলায় আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন তিনি।

নেশার টাকা জোগাড় করতেই অধিকাংশ ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে মনে করেন এই অপরাধ বিশ্লেষক।

পুলিশের দুর্বলতায় রাজধানীতে বেপরোয়া ছিনতাই চক্র। ছবি: প্রতীকী