ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানীর মোহাম্মদপুর প্রতিনিধি,বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ || পৌষ ১০ ১৪৩১ :
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কুপিয়ে দুই জনকে হত্যার ঘটনায় এক আসামিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
Advertisement
গ্রেপ্তারকৃতের ওই আসামির নাম মো. রাব্বি ওরফে পিঞ্জিরা রাব্বি (২৩)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা শিহাব করিম।
Advertisement
এর আগে গত ২১ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে মোহাম্মদপুরের রায়ের বাজার সাদিক খান আড়তের সামনে নাসির ও মুন্নাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মোহাম্মদপুর থানা এ দুইটি হত্যা মামলা দায়ের হয়।
Advertisement
জোড়া হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাব্বিকে মঙ্গলবার রাতে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার মধ্য রতনপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করে র্যাব-২ ও র্যাব-৮।
মো. রাব্বি ওরফে পিঞ্জিরা রাব্বি