‌‘খা. মা.’ নোংরা শব্দ পাঠ্যপুস্তকে! কীভাবে অন্তর্ভুক্ত হলো প্রশ্ন আসিফ মাহতাবের (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ  প্রতিনিধি, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১ :

কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে। এতে দেখা যায়- একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব। তিনি বলেন, ৯ম শ্রেণির পাঠ্য বইয়ে নোংরা কিছু শব্দ অন্তর্ভুক্ত করা হয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, নারীদের বাচ্চা পেটে আসার আগেই কীভাবে নষ্ট করা যায় সেই শিক্ষা গল্পে উল্লেখ করা হয়। এছাড়া খানকি ও মাগী গল্পে উল্লেখ করা হয়। অথ্যাৎ নারীদের পেটের বাচ্চা নষ্ট করার পদ্ধতি ও একজন নারী কীভাবে খারাপ হয় সেই শিক্ষা এতে উল্লেখ করা হয়েছে।

আসিফ মাহতাব বলেন, আমি খোঁজ নিয়ে দেখেছি এই লেখক হলো একজন নারীবাদী। এজন্য কি আবু সাইদরা শহীদ হলো। আমরা কি এজন্য আন্দোলন করেছি। এসব শিক্ষা বাচ্চাদের নষ্টামি ছাড়া আর কিছু শিক্ষা দিতে পারে না। এসব শিক্ষা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না।

Advertisement

 

তিনি আরও বলেন, জুলাই আগস্টের আন্দোলনে সব ধর্মের মানুষের অংশগ্রহণল ছিল। তবে ইসলাম ধর্মের মানুষ আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়। আন্দোলনের মূল শিক্ষা ছিল দেশে ইসলাম প্রতিষ্ঠা করা। কিন্তু এখন আমরা কি দেখছি। এসব বই পাবলিস্ট এখনও হয়নি। এখনও সময় আছে এ বই পরিবর্তন করার।

Advertisement

 

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। অনেকে নেটিজেনরা বলেন, নোবেল বিজয়ী অপ্যাক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সব জায়গায় যেখানে সাফল্য পাচ্ছে, ঠিক সেই সময়ে একটি মহল সরকারকে বিতর্কিত করতে চাচ্ছে। অবিলম্বে পাঠ্যপুস্তক থেকে এসব শব্দ বাতিল করা হোক।