ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রংপুর প্রতিনিধি,রোববার ২২ ডিসেম্বর ২০২৪ || পৌষ ৭ ১৪৩১ :
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই। তবে, জুলাই-আগস্টের গণহত্যা ও নিপীড়নের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা তাদের কোনোভাবেই নির্বাচনে আসতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।
Advertisement
আওয়ামী লীগ নির্বাচনে আসলে প্রয়োজনে ছাত্র-জনতা আবারো রক্ত ঝরাতে প্রস্তুত বলেও জানান তিনি।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর সাত মাথায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সময়ের মধ্যে পুলিশকে তাদের পূর্বের অবস্থানে ফিরে আসতে হবে।
Advertisement
যদি তারা না পারে, তাহলে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষিত তরুণদের পুলিশে অন্তর্ভুক্ত করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে হবে।”
তিনি আরো বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্খা পূরণ করতেই রাজনৈতিক দল গঠন করবে তরুণরা। তবে, এখনো সেই রাজনৈতিক দলের কোনো নাম ঠিক করা হয়নি।”
Advertisement
এসময় রংপুরের সংগঠক আলমগীর নয়ন, আরিফুলসহ জেলা মহানগর ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে আখতার হোসেন কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ছাত্র আন্দোলনে নিহত শহীদ আব্দুল লতিফের কবর জিয়ারত ও শহীদ পরিবারের খোঁজ নেন।
রবিবার দুপুরে রংপুর নগরীর সাত মাথায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন