হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানো হয়নি? পরিছন্ন কর্মীরা পরিস্কার করছে ভবঘুরে মানুষটিকে (ভিডিও)

SHARE

 

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি , বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১ :

সম্প্রতি সুজিত স্বামী নামের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে প্রচারিত একটি ভিডিওর ক্যাপশনে লেখা হয়, হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানো হচ্ছে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

Advertisement

তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ওই ভিডিওটি হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর কোনো ঘটনার নয় বরং, রাস্তায় ঘুরে বেড়ানো এক ব্যাক্তিকে পরিষ্কার করার মানবিক উদ্যোগের এই ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। তাছাড়া, ভিডির ওই ব্যক্তি মুসলিম ধর্মের অনুসারী।

অনুসন্ধানে মাহবুব ক্রিয়েশন ফোর নামে একটি ইউটিউব চ্যানেলে গত ২৬ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটিতে উক্ত ব্যক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একই নামের একটি ফেসবুক পেজেও গত ২৬ অক্টোবর ভিডিওটি প্রকাশ করা হয়। এই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, পোস্টদাতারা ব্যক্তিটির দুরাবস্থার কারণে তাকে পরিষ্কার করেছিলেন।

Advertisement

এই পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটিতে নিয়মিতই এমন উদ্যোগের ভিডিও প্রকাশ করা হয়। রাস্তায় ঘুরে বেড়ানো অসহায় এবং পাগলপ্রায় ব্যক্তিদের পরিস্কার পরিচ্ছন্ন করে তোলার চেষ্টা করে থাকেন তারা।

একই পেজে ৯ ডিসেম্বর আলোচিত ভিডিওতে থাকা একজন ব্যক্তির একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ভিডিওতে আলোচিত ভিডিওর বিষয়ে তিনি জানান, উক্ত ব্যক্তি এবং তার পরিবার মুসলিম। হিন্দু সাধুকে জোর-পূর্বক মুসলিম বানানোর দাবিটি মিথ্যা। ভারতে তাদের ভিডিও ব্যবহার করে অপ্রচার চালানো হচ্ছে।

Advertisement

 

সুতরাং, ভিন্ন ঘটনার ভিডিওকে হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

পাগলপ্রায় ব্যক্তির গোসলের আগে ও পরের ছবি