ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মোঃ নাজিম উদ্দিন (নিজাম) মেঘনা থেকে,শুক্রবার ০১ নভেম্বর ২০২৪ || কার্তিক ১৭ ১৪৩১ :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কোদাইল্লা চর এলাকায় মাছ ধরতে গিয়ে দুই ট্রলারের সংঘর্ষে নিখোঁজ হওয়া সেই রেজু মিয়া (৫০) নামের এক ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।
Advertisement
শুক্রবার (১ নভেম্বর) দুপুর ১২.ঘটিকার সময় কুমিল্লার মেঘনা উপজেলার মৈশ্যেরচর এলাকার নদী থেকে চালিভাঙ্গা নৌ-পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। মোঃ রেজু মিয়া উপজেলার ৫নং বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোঃ শামসুল হকের ছেলে।উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাছ ধরার সময় অপরিচিত কিছু জেলে তাঁদের মাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে রেজু মিয়া ট্রলার থেকে পড়ে নদীর স্রোতে ভেসে যায়।
Advertisement
পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাঁর সন্ধান না পেয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়।
এ বিষয়ে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ভিকটিমের পরিবারকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে কিন্তু তার আত্মীয়স্বজন নিয়মিত মামলা রুজু করবে না মর্মে জানিয়েছে। তাই মেঘনা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।