ভুয়া তথ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ৮০ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজশাহী চন্দ্রিমা প্রতিনিধি,   বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১ ১৪৩১:

উপ-সহকারী কৃষি কর্মকর্তার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মনিরুজ্জামান মনি (২৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। বুধবার (১৬ অক্টোবর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার ৭ লাখ ৬৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ১২ সেপ্টেম্বর মনিরুজ্জামান মনি নিজেকে এসএস স্টিল লিমিটেড কোম্পানির জেনারেল ম্যানেজার মি. জোহা পরিচয় দিয়ে আকাঙ্ক্ষা গ্রুপের মাহাবুব ব্রাদার্স প্রা. লি. এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে। মোবাইল ফোনে তাদের মাঝে ব্যবসায়িক আলোচনা হয়। গত ২৫ সেপ্টেম্বর মনিরুজ্জামান বাদীকে এসএস স্টিলের রড সরবরাহের কথা বলে এসএস স্টিল কোম্পানির নামে খোলা একটি অ্যাকাউন্টে ৮০ লাখ টাকা পাঠাতে বলে। দীর্ঘদিন যাবৎ এসএস স্টিল লিমিটেডের সঙ্গে লেনদেন থাকায় ও অ্যাকাউন্টটি এসএস স্টিলের নামে হওয়ায় বাদীর এ ব্যাপারে কোন সন্দেহ না হওয়ায় মনিরুজ্জামানের দেয়া অ্যাকাউন্টে তিনি রডের মূল্য বাবদ ৮০ লাখ টাকা জমা করেন। তবে যথাসময়ে রড সরবরাহ না পেয়ে তিনি মনিরুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইল ফোনটি বন্ধ পান। তাৎক্ষণিকভাবে তিনি এসএস স্টিল লি. এর সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন এসএস স্টিল লি. এর প্রকৃত মি. জোহার সঙ্গে তার কোন যোগাযোগই হয়নি।

Advertisement

এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর আকাঙ্ক্ষা গ্রুপের মাহাবুব ব্রাদার্স প্রা. লিমিটেডের এজিএম (মার্কেটিং) সানোয়ার রহমান বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করে।

ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় প্রতারকের অবস্থান শনাক্ত করে ১৫ অক্টোবর রাতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মনিরুজ্জামানের বিরুদ্ধে আরো পাঁচটি প্রতারণার মামলা ও এসব মামলায় তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা যায়।