ভুয়া সিআইডিকে ধরল সেনাবাহিনী

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),লক্ষ্মীপুর প্রতিনিধি, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন  ২৬ ১৪৩১ :

লক্ষ্মীপুরে মো. সোহেল নামে এক ভুয়া পুলিশকে চাইনিজ চাকুসহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুর সেনাবাহিনী ক্যাম্প এর মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করে।

Advertisement

অভিযুক্ত সোহেলের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাপুর উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। সে পুলিশের বহিষ্কৃত সদস্য বলে প্রাথমিকভাবে জানা যায়।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত সরঞ্জামাদি লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

জানা গেছে, সোহেল মদ খেয়ে উত্তর তেমুহনী এলাকায় শাখায়েত হোসেন নামে এক ব্যবসায়ীকে মারধর করে। এসময় সে নিজেকে পুলিশ সদস্য দাবী করে। এটি দেখে বণিক সমিতির এক সদস্য সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী এসে তাকে আটক করে নিয়ে যায়। তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড ও একটি চাইনিজ চাকু উদ্ধার করা হয়। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।  ভূক্তভোগী ব্যবসায়ী শাখায়েত লক্ষ্মীপুর বাজারের তৌহিদিয়া স্টোরের স্বত্ত্বাধিকারী।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, আটককারীকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীকে বাদী করে মামলার প্রস্তুতি চলছে।

Advertisement