জাবিতে হত্যাকাণ্ড: এক শিক্ষার্থী গ্রেপ্তার (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

গ্রেপ্তার মাহমুদুল হাসান রায়হান জাবির ইংরেজি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী। তিনি শামীম মোল্লা হত্যা মামলার তিন নম্বর আসামি।

রোববার ভোরে গাজীপুরের হোতাপাড়া এলাকায় এক আত্মীয়ের বাসা রায়হানকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

অভিযুক্ত ওই শিক্ষার্থী জাবির শেখ রাসেল হলে থাকতেন তিনি। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনার আরালিয়া গ্রামে।

Advertisement

ওসি আবু বকর সিদ্দিক বলেন, দুপুরেই আদালতে তুলে রায়হানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

গত বুধবার কয়েক দফায় পিটিয়ে হত্যা করা হয় জাবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে।

তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

Advertisement

এরপর ঘটনায় জড়িত থাকার অভিযোগে আট শিক্ষার্থীকে বহিষ্কার ও তাদের বিরুদ্ধে হত্যা মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।