কুমিল্লার হোমনার ট্রিপল মার্ডার, রহস্য উন্মোচন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,মোঃ মাজহারুল ইসলাম স্বাধীন,ক্রাইম রিপোর্টার,রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ :

কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডারের মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আকতার এ তথ্য জানান।

Advertisement

তিনি বলেন, শনিবার বিকেলে আদালতে তোলা হলে ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন অভিযুক্ত আক্তার হোসেন সুমন। এর আগে ওইদিন রাতে হোমনার শ্রীমদ্দি চরের গাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হোমনা থানা পুলিশ।

গ্রেপ্তার আক্তার হোসেন শ্রীমদ্দি চরের গাঁও এলাকার বাসিন্দা।

ঘাতক সুমন ভুক্তভোগী নিহত মাহমুদা বেগমের দুঃসম্পর্কের আত্মীয়।

পুলিশ জানায়, সুমনের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো নিহত মাহমুদা বেগমের। ওই নারীর স্বামী বাড়িতে না থাকলে অবাধে আসা-যাওয়া করতো সুমন। তাদের মধ্যে আর্থিক লেনদেনও ছিলো। সম্প্রতি মাহমুদা বেগম অন্য পুরুষের সাথে ফোনে কথা বলা ও টাকার লেনদেন নিয়ে বিতর্ক হয় সুমনের সাথে।

Advertisement

এরই জেরে গত ৪ সেপ্টেম্বর রাতে চেতনানাশক ওষুধ মেশানো আখের রস ও সিঙ্গারা খাইয়ে ঘরের সবাইকে অচেতন করে সুমন। পরে ঘরে থাকা তিনজনকেই তিনি শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর কাঠের লাঠি দিয়ে পিটিয়ে সবার মুখ ও মাথা থেঁতলে দেন।

হোমনা থানার ওসি জয়নাল আবেদীন জানান, তিন জনকে হত্যার ঘটনায় নিহত মাহমুদার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার পর ঘটনার রহস্য উদঘাটনে নামে পুলিশ।

Advertisement

পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আকতার জানান, হোমনা থানা পুলিশ অভিযান চালিয়ে শ্রীমদ্দি চরেরগাঁও এলাকায় নিজ বাড়ি থেকে সুমনকে গ্রেপ্তার করে।