ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,ঢাকা প্রতিনিধি ,সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ ভাদ্র ১৪৩১ :
চিকিৎসকদের আন্দোলন ও কর্মবিরতির কারণে ১০ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর চালু হলো ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সেবা।
Advertisement
রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, আমরা হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবা চালু করেছি এখন। এখানে চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছি।
Advertisement
জরুরি বিভাগের পাশাপাশি আইসিইউ, সিসিইউ, এচডিইউসহ জরুরি স্বাস্থ্যসেবাগুলো চালু হয়েছে। আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন। সেই কারণে রোববার সকাল সাড়ে ৯টা থেকে ঢামেক হাসপাতালের জরুরি সেবা বন্ধ ছিল।
Advertisement
সরেজমিনে দেখা যায়, পরিচালকের উপস্থিতিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগের টিকিট কাউন্টার খোলা হয়। সেই সময় সেখানে আর্মি ও বিজিবির অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন।