ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ট্রাংকভর্তি অস্ত্র (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,ঠাকুরগাঁও প্রতিনিধি ,বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১ :

ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ায় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪টি থ্রিনট থ্রি রাইফেল ও তিনটি এসএলআর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) দুপুরে আশ্রমপাড়া এলাকায় ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় এসব অস্ত্র উদ্ধার হয়।

Advertisement

স্থানীয়রা জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। এসব অস্ত্র সেই সময়ের বলে তাদের ধারণা।

Advertisement

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি বলেন, ‘ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় একটি ট্রাংকভর্তি পুরনো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’