ঢাকা: আমদানি করা জুস ও অন্যান্য খাদ্য দ্রব্যের উপর চলতি ২০১৬-১৭ অর্থ বছরের আরোপিত ট্যারিফ অস্বাভবিক মূল্য না বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘বাংলাদেশ ফুড অ্যান্ড জুস ইমপোর্টারস অ্যাসোসিয়েশন।
বুধবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ফয়জুর রহমান অভিযোগ করে বলেন, খাদ্যের অস্বাভবিক মূল্য বাড়ার ফলে সুসম খাদ্য বিতরণ ও বন্টন ব্যাহত হবে এবং খাঁটি খাদ্যের পরিবর্তে ভেজাল খাদ্যের পরিমাণ বাড়বে। এছাড়া পর্যটন শিল্পের উন্নয়নেও বাধাগ্রস্থ এবং পণ্যে গুনগত মানে ক্রমান্বয়ে অবনতি হবে। মানহীন পণ্যে সয়লাব ও প্রতিযোগিতার বাজারের এ ধরনের খাদ্যের অবসান ঘটে।
তিনি আরও অভিযোগ করেন, বিশ্বের কোথাও কোথাও প্রতি কেজি জুসের মূল্য ও শুল্ক ৫৫% নেই। কিন্তু এ বাজেটে সরকারের সিদ্ধান্তের ফলে চুক্তির শর্ত পালনে ব্যর্থ হবে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক এস এ শেখ সাদি, সদস্য সচিব মোস্তাফা জগলু হায়দার পুলকসহ আরও অনেকে।