মেঘনায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),মেঘনা প্রতিনিধি  ,রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১ : কুমিল্লার মেঘনা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা মেঘনা নদী দূষণ ও দখলরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২ই জুন-২৪) রবিবার ১১ ঘটিকায় উপজেলা কনফারেন্স রুমে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের প্রথম সভার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে সভা শুরু হয়।

Advertisement

সভায় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠন,সন্ত্রাস ও নাশকতা,নদী দূষণ ও দখলরোধ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম তাজ।

Advertisement

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল কালাম, মহিলা ভাইস-চেয়ারম্যান দিলাম শিরিন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা, মেঘনা থানার   ওসি (তদন্ত) আঃ রাজ্জাক,বিভিন্ন ইউনিয়নপরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,স্থানীয় সংবাদ কর্মীসহ অন্যরা। উল্লেখ্য যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদ্বয়ের আনুষ্ঠানিক কার্যক্রম এই সভার মাধ্যমে শুরু হয়েছে।