ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(ভিডিও),বিনোদন প্রতিনিধি ,রোববার, ২১ এপ্রিল ২০২৪, ৮ বৈশাখ ১৪৩১ : আকবর হায়দার মুন্নার ‘স্মৃতিস্মারক’সহ আরও দুটি নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হবেন নন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এছাড়া এসআর মজুমদারের ‘স্বপ্নে দেখা দিনগুলো’ টেলিছবিতে থাকছেন এই অভিনেত্রী। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’ অনুষ্ঠানেও গান গাইবেন তিনি।
Advertisement
‘রঙিলা’ শিরোনামে দ্বৈত এ গানে তাঁর সঙ্গে রয়েছেন তাহসান খান। আজ মন খুশি মন উর্বশী মন ঊর্মিলা/হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা…এমন কথার গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল।
Advertisement
ফারিণ বলেন, ‘ওয়েবের কাজে এখন বেশি সময় দিচ্ছি। এ কারণে টিভির জন্য ঈদের কাজ করেছি হাতেগোনা। তিনটি নাটক এবার প্রচার হবে। সঙ্গে থাকছে টেলিছবিও। পাশাপাশি ঈদের ইত্যাদিতে থাকছে আমার গান। আর একটি কথা না বললেই নয়। ‘ইত্যাদি’ দেখে দেখেই বড় হয়েছি। আমার ভালোলাগার একটি অনুষ্ঠান।
Advertisement
এরকম একটি অনুষ্ঠানে গাইতে পেরে খুবই ভালো লাগছে। গানটি ভালো হয়েছে। শোনার পর মনে হয়েছে, ভিন্ন ধরনের গান হয়েছে। আমার বিশ্বাস, সব শ্রেণির শ্রোতা-দর্শকের মন ভরাবে।’