ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মানিকগঞ্জের হরিরামপুর প্রতিনিধি,বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ ঢুকে পড়ে একটি বিষধর গোখরো সাপ।
Advertisement
ভয় পেয়ে বাড়ির লোকজন প্রতিবেশী কলেজছাত্র রুবেল বেপারীকে (২০) ডেকে আনেন। রুবেল এসে কৌশলে সাপটিকে ধরেও ফেলেন। তবে বস্তায় ভরার সময় হঠাৎ তার হাতে কামড়ে দেয় সাপটি। এ অবস্থায় হাসপাতালে নেয়া হলে রুবেলকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
Advertisement
নিহত রুবেল ওই এলাকার রহমান বেপারীর ছোট ছেলে এবং উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের শিক্ষার্থী।
Advertisement
নিহত রুবেলের খালাতো ভাই মিজানুর রহমান জানান, প্রতিবেশীর বাড়ি থেকে রুবেল সাপ ধরে বস্তার ভিতরে ভরার সময় সাপটি তাকে দংশন করে। পরে ফরিদপুর সদরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
Advertisement
আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সোহেল বেপারীর আপন ছোট ভাই রুবেল বেপারী সাপের কামড়ে মারা গেছে।’