ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ : অমর একুশে বইমেলায় আসছে আশরাফুল আলম ওরফে হিরো আলমের জীবনীগ্রন্থ ‘দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো।’ বইটি সম্পাদনা করেছেন সৌরভ আলম সাবিদ। প্রকাশ করেছে তরফদার প্রকাশনী। বইমেলার ১৯৬ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
Advertisement
জানা যায়, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে হিরো আলম স্টলে বসে অটোগ্রাফ দেবেন পাঠকদের। বইমেলার পাশাপাশি বইটি অনলাইন বিপণন প্রতিষ্ঠান রকমারি ডটকমে পাওয়া যাবে।
Advertisement
বই সম্পর্কে হিরো আলম বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করবো বইটি একবার হলেও পড়া উচিত। না কিনলেও অন্তত খুলে পড়ে দেখবেন। আমাকে নিয়ে সবাই অনেক হাসি-ঠাট্টা করেন, ট্রল করেন কিন্তু পর্দার ওপারে হিরো আলম কে কয়জন চেনেন?’
Advertisement
বইটির প্রকাশক ও সম্পাদক সৌরভ আলম সাবিদ বলেন, ‘হিরো আলমের জীবন থেকে অনুপ্রেরণা নেওয়ার মতো অনেক বিষয় রয়েছে, যা বইটিতে উঠে এসেছে। বইয়ের অনেকাংশই উদ্দীপনামূলক। পাঠকের কাছে এটি সমাদৃত হবে।’