ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ : ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গের ভেতর আটকে থাকা ৪১ জন ভারতীয় শ্রমিককে প্রথমবারের মতো একটি ভিডিওতে দেখা গিয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে ভিডিওর তথ্য প্রকাশ করা হয়।
Advertisement
ভিডিওতে শ্রমিকরা নিজেদের মুক্ত করার জন্য একটি নতুন পথ তৈরি করার চেষ্টা করেতে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে দেখা যাচ্ছে ক্লান্ত ও উদ্বিগ্নশ্রমিকরা উদ্ধারকারীদের পাঠানো এন্ডোস্কোপিক ক্যামেরার পাতলা পাইপের দিকে তাকিতে আছে। এই পাইপের মাধ্যমে শ্রমিকদের কাছে অক্সিজেন, খাবার এবং পানি পাঠানো হয়।
রাজ্য কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত শ্রমিকদের ক্যামেরার কাছে জড়ো হওয়ার সাথে সাথে তাদেরকে উদ্ধারকারীদের বলতে শোনা যায়, ‘আমরা আপনাদের নিরাপদে বের করে আনব, চিন্তা করবেন না।
Advertisement
অবশ্য ক্যামেরা চালু করার আগে উদ্ধারকারীরা রেডিও ব্যবহার করে ভেতরে থাকা শ্রমিকদের সাথে যোগাযোগ করছিলেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক বিবৃতিতে বলেছেন, ‘সকল শ্রমিক সম্পূর্ণ নিরাপদ আছেন। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি যাতে শিগগিরই তাদের নিরাপদে বের করে আনা যায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, শ্রমিকদের বের করে আনার ক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে। এর আগে সোমবার উত্তরাখণ্ডের সিল্কিয়ারায় নির্মাণাধীণ সুড়ঙ্গে আটকে পড়ার ৯ দিন পর সোমবার ৬ ইঞ্চি প্রশস্ত পাইপ ধ্বংসস্তূপের মধ্য দিয়ে প্রবেশ করাতে সফল হন উদ্ধারকারীরা। এর কিছুক্ষণ পরই ওই পাইপ দিয়ে বোতলে করে গরম খাবার পাঠানো হয়।
Advertisement
উল্লেখ্য, গত ১২ নভেম্বর ভোর ৪টায় উত্তরাখণ্ডের নির্মাণাধীন এই টানেলের ভেতরে ধসের ঘটনা ঘটে। টানেলটিতে নির্মাণকাজ চলছিল। বহু শ্রমিক সেখানে কাজ করছিলেন। সেই সময় হঠাৎ করেই সুড়ঙ্গের কাঠামো ভেঙে পড়ে। আর এরই জেরে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন ওই ৪১ জন শ্রমিক। ধ্বংসাবশেষ টানেলে পড়ে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভারী ড্রিলিং মেশিনের বারবার ভাঙনের ফলে উদ্ধার প্রচেষ্টা ধীর এবং জটিল হয়ে পড়ে।