কোনটা বেশি কঠোর, অবরোধ না হরতাল? (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ : অবরোধ ও হরতাল রাজনীতিতে এখন খুব বেশি ব্যবহৃত শব্দ। এই দুই রাজনৈতিক কর্মসূচির মধ্যে পার্থক্য কতোটা? কোনটা বেশি কঠোর অবরোধ না হরতাল?

Advertisement

হরতাল মূলত একটি গুজরাটি শব্দ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরোধী আন্দোলনে সর্বাত্মক হরতালের ডাক দিয়েছিলেন। পরবর্তী সময়ে স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর দীর্ঘ আন্দোলন সংগ্রাম কিংবা এরশাদ বিরোধী আন্দোলনেও হরতাল এবং অবরোধ ছিলো শক্তিশালী রাজনৈতিক কর্মসূচি।

১৯৯০ পরবর্তী সময়েও রাজনৈতিক দলগুলো দাবি আদায়ে কোনো সময় লাগাতার হরতাল বা অবরোধ পালন করলেও আগের সব বৈশিষ্ট্য অনেকটা উধাও হয়ে যায় ২০১৩ থেকে ২০১৫ সালের আন্দোলনে।

Advertisement

দীর্ঘদিন পর আবারো ফিরে এসেছে হরতাল এবং অবরোধ। একসময় হরতাল অবরোধে আগে দিন মশাল মিছিল হতো। এখন দেয়া হয় গাড়িতে আগুন।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার পর প্রথমে এক দিন হরতাল এবং পরে ৬ দফা অবরোধ কর্মসূচি দেয়। পরে, একই দাবিতে আবারো দুইদিনের হরতাল দিলে প্রশ্ন ওঠে, অবরোধ না হরতাল বেশি কঠোর কর্মসূচি? অবশ্য রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহর মতে, হরতাল ও অবরোধের মধ্যে তেমন পার্থক্য নেই।

Advertisement

তবে, সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত মনে করেন, অবরোধের চেয়ে বেশি কঠোর কর্মসূচি হরতাল। পরিস্থিতির ওপর নির্ভর করে রাজনৈতিক দলগুলোর হরতাল-অবরোধের চেয়েও কঠোর কর্মসূচি অসহযোগের ডাক দিয়ে দাবি আদায়ের ঘটনাও কম নয়।