ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার, ১৯ নভেম্বর ২০২৩ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিতে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি।
Advertisement
শনিবার (১৮ নভেম্বর) সকালে ঢাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এদিন রাতে মাহি নিজে রাইজিংবিডি-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক।
মাহি জানান, আওয়ামী লীগের দলীয় ফরম বিক্রির প্রথম দিনে যথাযথ নিয়ম মেনে ফরম সংগ্রহ করেছেন তিনি। আগামী পরশু সোমবার (২০ নভেম্বর) বেলা ৩টায় মনোনয়ন ফরম জমা দেবেন।
Advertisement
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহি ছাড়াও এ আসনে প্রার্থী হতে আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম আনোয়ার মনোনয়ন ফরম তুলেছেন।
এ ছাড়াও, দলীয় ফরম সংগ্রহ করার কথা রয়েছে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য খুরশিদ আলম, রফিকুল আলম সৈকত জোয়ার্দারের।
Advertisement
উল্লেখ্য, ইসির তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।