ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে নানা আলোচনা হয় বৃহস্পতিবার (১৬ নভেম্বর)। এর আগে বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে ঘুমের ওষুধ সেবন করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে। পরে সেখান থেকে রাজধানীর পান্থপথের বেসরকারি একটি হাসপাতালে নেয়া তিশাকে।
Advertisement
তিশার হাসপাতালে ভর্তির ইস্যু নিয়ে সংবাদমাধ্যমে ‘আত্মহত্যার চেষ্টা’ উল্লেখ করে খবর প্রকাশ হয়। কারণ হিসেবে বলা হয় ছোটপর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতার বিষয়। তবে বৃহস্পতিবার বিকেল সুস্থ হয়ে হাসপাতালে থেকে বাসায় ফেরেন অভিনেত্রী।
এরপর রাত ৯টা ২০ মিনিটের দিকে বিষয়টি স্পষ্টভাবে জানার জন্য যোগাযোগ করে চ্যানেল 24 বিনোদিন টিম। তখন সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উড়িয়ে দেয়ার হুমকি দেন তিনি। একই সঙ্গে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে দেখে নেবেন বলেও জানান অভিনেত্রী তিশা।
তেলে বেগুনে জ্বলে ওঠে তিনি বলেন, সাংবাদিকরা প্রশ্ন করলেই উত্তর দিতে বাধ্য নই আমি। আপনি প্রথম এই প্রশ্ন করেছেন, তাই আপনাকে ছাড় দিলাম। এরপর কেউ সাহস করে আমাকে এই প্রশ্ন করলে আর ছাড় দেয়া হবে না। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে―এটা আমি প্রমিজ করলাম। আপনি এই কথাটা অন্য সব সাংবাদিককে বলে দেন ভাইয়া।
Advertisement
এরপরই সাংবাদিকদের চাকরিচ্যুত করার হুমকি দিয়ে তিনি বলেন, নিউজ তো অনেক পরের কথা, আমি তো তখন উড়ায় ফেলব! বাট, এখানে মুখ দিয়েও কেউ যদি বলে বা আমি শুনতে পাই কারও নাম, তাহলে আমার পাওয়ার খাটিয়ে, এমনকি যতবড় পাওয়ার খাটানো যায়, সেই পাওয়ার খাটিয়ে আমি যা করার করব। আমি আপনাকে ডিরেক্টলি বলে দিচ্ছি ভাইয়া। কারণ, এটি একজন মেয়ের জন্য খুবই সেনসেটিভ।
তিশা আরও বলেন, তাদের জীবনের অর্ধেক শেষ করার জন্য যা করার আমি করব, এজন্য আমি একেবারেই প্রস্তুত। এটা যেকোনো মেয়ের জন্য খুবই স্পর্শকাতর একটি বিষয়। আর আমি এখনই মুশফিক আর ফারহানকে নিয়ে কোনো কথা বলব না।
এদিকে সাংবাদিকদের চাকরিচ্যুত করার হুমকি এবং উড়িয়ে দেয়ার এমন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিনোদন সাংবাদিকদের মতে, তিশা একজন শিল্পী হয়ে সাংবাদিকদের এভাবে হুমকি দিতে পারেন না। অতি শিগগিরই এই বক্তব্য প্রত্যাহার করে সাংবাদিকদের কাছে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Advertisement
সাংবাদিকদের মতে, পাবলিক ফিগার হয়ে নিজের জীবনকে নিজেরই নিয়ন্ত্রণে রাখতে হবে। সেটা যদি সম্ভব না হয় তাহলে লেখালেখি হওয়া স্বাভাবিক ব্যাপার, আর এতে সাংবাদিকদের কোনো দায় নেই।