ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ : তানজিন তিশা। তরুণ প্রজন্মের ক্রেজ তিনি। নিয়মিত কাজ করছেন ওটিটি প্লাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে। চলচ্চিত্রেও কাজের কথাবার্তাও চলছে।
Advertisement
তবে হঠাৎ করেই বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা। যদিও ১৬ নভেম্বর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি। এরমধ্যে সামাজিক যোাগযোগমাধ্যমেও জানিয়েছেন আত্মহত্যা নয় বরং অসুস্থতার জন্য তিনি হাসপাতালে ছিলেন।
একই দিনে রাত ১০টা ৫৩ মিনিটে ফেসবুকে লাইভে আসেন তিনি। এসে নিজের এই আত্মহত্যার খবর ও বর্তমান পরিস্থিতি নিয়ে সবার উদ্দেশ্যে কথা বলেন। যদিও সংবাদ সম্মেলন করার কথা ছিল, ১০ মিনিটের এই লাইভে তিশা এ বিষয়ে কিছুই বলেননি।
Advertisement
আত্মহত্যার বিষয়ে তিশা বলেন, আমার বাবা আমাকে অনেক শক্ত একজন মানুষ হিসেবে তৈরি করে বছর দুয়েক আগে পৃথিবী থেকে চলে গেছেন। সেখানে আমার মতো একজন মানুষ কিভাবে আত্মহত্যা করার চিন্তা করতে পারে, এটাই আমি এখনও বুঝে উঠতে পারিনি। আমার কাছে মনে জীবনের সব কিছুই আমি ফাইট করে জয় করতে পারব। যারা এগুলো ছড়িয়েছে আমি সবার নামই বলব। খুব তাড়াতাড়ি।
Advertisement
(পাঠক বাকি কথা শুনে নিন তিশার মুখ থেকে)
এর আগে হাসপাতাল থেকে বাসায় ফিরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। যেখানে তাকে নিয়ে প্রচারিত মিথ্যা সংবাদের কড়া প্রতিবাদ জানান। সেইসঙ্গে এটাও জানান, যারা তার ক্ষতি করেছেন তাদের সবার নাম ফাঁস করবেন।