বাঁধনের মুখোমুখি আলিশা

SHARE

3059একজন লাক্স তারকা আজমেরী হক বাঁধন। মডেলিং ও অভিনয় দিয়ে বাজিমাত করেই চলেছেন। অন্যজন আলিশা প্রধান। ছোট পর্দা মাতিয়ে এখন তিনি চলচ্চিত্রে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এই দুই তারকা এবার মুখোমুখি হচ্ছেন টিভি আড্ডায়। বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি শো ‘আলাপ’- এ একসঙ্গে দেখা যাবে তাদের। এ অনুষ্ঠানে এর আগে অনেক তারকাই আড্ডা দিতে হাজির হয়েছিলেন উপস্থাপিকা বাঁধনের সঙ্গে। এবার আসছেন আলিশা।

অনুষ্ঠানে আলিশা বলেবন তার জীবন ও কর্মের নানা দিক নিয়ে। জানাবেন শোবিজে আসা ও প্রতিষ্ঠার অনেক গল্প। সেইসঙ্গে চলচ্চিত্রে ব্যস্ত হয়ে উঠার পিছনের কথাও তিনি শেয়ার করবেন ভক্ত-দর্শকদের সাথে। পাশাপাশি এসএমএস’র মাধ্যমে দর্শকদের মজা মজার প্রশ্নের উত্তরও দিবেন তিনি।

পলাশ মাহবুবের প্রযোজনায় আলাপ প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে আগামিকাল সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টা ২০ মিনিটে।