হিরো আলমকে হত্যার হুমকি দাতা আটক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সিলেট প্রতিনিধি, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ : ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হত্যার হুমকি দাতা আবু আহমেদকে সিলেট থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে তাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। তাদের সহায়তা করে গোলাপগঞ্জ থানা পুলিশ।

Advertisement

গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে হিরো আলমের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় তিনি রাতেই হাতিরঝিল থানায় জিডি করেন।

Advertisement

জিডিতে হিরো আলম বলেন, ওই ব্যক্তি তাকে গালি দেয়ার পাশাপাশি সাত দিনের মধ্যে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকি দিয়েছেন। এতে তিনি শঙ্কা বোধ করায় মধ্যরাতে হাতিরঝিল থানায় জিডি করেছেন।

এদিকে হুমকি দেয়ার ১৮ ঘণ্টার মধ্যে হুমকিদাতা আবু আহমেদ (২৪) কে আটক করেছে পুলিশ।

Advertisement