আমেরিকায় একসঙ্গে শাকিব-অপু, কী ভাবছেন বুবলী? (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ : তারকা জুটি শাকিব-অপুকে সন্তানসহ সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা গিয়েছে। এ মুহূর্তের একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisement

এদিকে শাকিব ইস্যু নিয়ে মুখে কুলুপ এঁটেছেন শবনম বুবলী। যেখানে সচরাচর ফেসবুক পোস্টে শাকিবের সঙ্গে বুবলীর সর্ম্পকের কথা জানান দিতেন এই নায়িকা। সেখানে সাম্প্রতিক সময়ে একদমই চুপ বুবলী!

এবার এক সাক্ষাৎকারে বুবলী জানান, তিনি আপাতত নিজের কাজ ও সন্তান নিয়ে ব্যস্ত রয়েছেন।

Advertisement

অভিনেতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে এক অন্তর্জাল সাক্ষাৎকারে বুবলী বলেন, শেহজাদের বাবাও আমি, মা-ও আমি। অনেক দায়িত্ব। ওর যত্ন নেওয়া, সিনেমার কাজ, সব মিলিয়ে আমি ব্যস্ত সময় পার করছি। এর মধ্যে অন্য কিছু ভাবার সময়ই নেই। আমার পুরোটা সময় সন্তান এবং নিজের জন্য।

Advertisement

শাকিবের সঙ্গে বিয়েবিচ্ছেদ হয়েছে কিনা, আবারো আপনারা এক হবেন কিনা? এমন প্রশ্নের উত্তরে বুবলীর জটিল জবাব, ‘নো কমেন্টস’।